
আজ শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২০
ইং
তারিখ
সন্ধ্যায়
বাংলাদেশের
আকাশে
১৪৪২
হিজরির
সফর
মাসের
চাঁদ
দেখা
গিয়েছে।
শনিবার
১৯
সেপ্টেম্বর
২০২০
থেকে
সফর
মাস
গণনা
শুরু
হবে।
সফর
মাসের
শেষ
বুধবারকে
কেন্দ্র
করে
আমাদের
দেশে
একটি
বিদআত
প্রায়
জাতীয়
ভাবে
পালিত
হয়।
তা
হচ্ছে
কথিত
আখেরী
চাহার
শোম্বা।
জাতীয়
দৈনিকগুলোতে
এ
দিবসের
উপর
বিশেষ
প্রবন্ধ
ছাপা
হয়।
সফর
মাসের
চাঁদের
সংবাদের
সাথে
গুরুত্বের
সাথে
প্রচার
করা
হয়
আখেরী
চাহার
শোম্বা
নামক
বানোয়াট
একটা
দিবসের।
বাংলাদেশের
একটি
প্রসিদ্ধ
দৈনিক
পত্রিকার
অনলাইন
ভার্সন
থেকে
পাওয়া
গেল
নিচের
কথাগুলোঃ
"ইসলামের
ইতিহাস
থেকে
জানা
যায়,
২৩
হিজরির
শুরুতে
রাসূলুল্লাহ
(সা.)
গুরতর
অসুস্থ
হয়ে
পড়েছিলেন।
ক্রমেই
তার
শারীরিক
অবস্থার
অবনতি
হতে
থাকে।
তিনি
এতটাই
অসুস্থ
হয়ে
পড়েন
যে,
নামাজের
ইমামতি
পর্যন্ত
করতে
পারছিলেন
না।
সফর
মাসের
শেষ
বুধবার
মহানবী
(সা.)
সুস্থ
হয়ে
ওঠেন।
তিনি
গোসল
করেন
এবং
নামাজে
আবার
ইমামতিও
করেন।
মদিনাবাসী
এই
খবরে
আনন্দ-খুশিতে
আত্মহারা
হয়ে
দলে
দলে
এসে
নবীজীকে
একনজর
দেখে
যান।
পাশাপাশি
আল্লাহর
দরবারে
কৃতজ্ঞতা
হিসেবে
নিজেদের
সাধ্যমতো
দান-সাদকা
করেন
ও
শুকরিয়া
নামাজ
আদায়
ও
দোয়া
করেন।"
কিন্তু
এ
বিষয়টি
মোটেও
সত্য
নয়।
বাংলাদেশের
প্রখ্যাত
আলেমগণের
তত্ত্বাবধানে
পরিচালিত
মাসিক
আলকাউসার
পত্রিকায়
এই
দিবস
কেন্দ্রীক
রেওয়াজ
রসমকে
ভিত্তিহীন
বলে
আখ্যা
দেয়া
হয়েছে।
বলা
হয়েছে
তাবেয়ীদের
যুগেরও
প্রায়
১
হাজার
বছর
পর
এই
বানোয়াট
গল্প
ও
রসমের
প্রচলন
হয়েছে।
তাই
আসুন,
আল্লাহর
প্রতি
ভয়
করে
এবং
রাসূলের
(সা)
প্রতি
ভালবাসার
অংশ
হিসাবে
এসব
মিথ্যা,
বানোয়াট,
ভিত্তিহীন,
বিদআতের
থেকে
নিজেদের
বিরত
রাখি।
আল্লাহ
আমাদের
সবাইকে
শিরক
ও
বিদআত
থেকে
রক্ষা
করুন।
রেফারেন্সঃ
১। একটি ভিত্তিহীন রসম - মাসিক আলকাউসারঃ https://www.alkawsar.com/bn/article/779
২। ফযীলতপূর্ণ দিবস-রজনী : একটি সংক্ষিপ্ত পর্যালোচনা - মাসিক আলকাউসারঃ https://www.alkawsar.com/bn/article/779
৩। একটি ভিত্তিহীন আমল - মাসিক আলকাউসারঃ https://www.alkawsar.com/bn/article/2463
0 Comments