Don't Miss

6/recent/ticker-posts

Header Ads Widget

Post your Ad Here. For More detals, Contact at mominurrashid@outlook.com

Learn English With Love



একটা প্রবাদ আছে “Love is heaven, heaven is love.” কেউ প্রেম করে কেউবা প্রেমে পড়ে ৷ আজকের বিষয় প্রেম ৷ আজকে আমরা প্রেম related vocabulary শিখবো ৷

Love – ভালোবাসা ৷
Be in love – প্রেম করা৷
Fall in love – প্রেমে পড়া ৷

I love you. আমি তোমাকে ভালোবাসি ৷
I do love you. আমি তোমাকে ভালোবাসিই ৷
Are you in love with anyone?
তুমি কি কারো সাথে প্রেম করো?
I’m not in love with anyone.
আমি কারো সাথে প্রেম করিনা ৷
She has fallen in love. সে প্রেমে পড়েছে৷
She has fallen love with me.
সে আমার প্রেমে পড়েছে ৷

Love সব ক্ষেত্রেই ব্যবহার করা যায় ৷ যেমন আমরা আমাদের মা, বাবা, ভাই, বোন ও সন্তান সবাইকে ভালোবাসি ৷

কিন্তু একটি ছেলে ও মেয়ের মাঝে যে ভালোবাসার সম্পর্ক তা বোঝাতে in love বসে৷ এছাড়াও প্রেম related আরও vocabulary আছে ৷

Has/have an affair -প্রেমের সম্পর্ক থাকা৷
He had an affair with that actress.
তার ঐ অভিনেত্রীর সাথে প্রেমের সম্পর্ক ছিলো ৷

Flirt – প্রেমের ভান করা; ফষ্টিনষ্টি করা ৷
Your husband is abroad but you flirt with others.
তোর স্বামী বিদেশ আর তুই অন্যদের সাথে ফষ্টিনষ্টি করে বেড়াস ৷

Amour – গোপন প্রেমের সম্পর্ক ৷
I will reveal your amour.
আমি তোমার গোপন প্রেমের সম্পর্ক ফাঁস করে দিবো ৷

Has/have an extra marital affair – বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকা৷
He has an extra marital affair with his neighbour next door.
পাশের বাসার ভাবীর সাথে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে ৷

Commit adultery – পরকিয়া করা৷
You commit adultery. তুই পরকিয়া করিস

Adore – গভীরভাবে ভালোবাসা ও শ্রদ্ধা করা ৷
I adore him.
আমি তাকে গভীরভাবে ভালোবাসি ও শ্রদ্ধা করি

Fondness – অনুরাগ; ভালোলাগা ৷
Love derives from fondness.
ভালোলাগা থেকেই ভালোবাসা ৷

Lust – কামনা ৷
It is lust not love. এটা ভালোবাসা নয় কামনা ৷

Infatuation – অন্ধপ্রেম; ক্ষণস্থায়ী প্রেম; মোহ
It is real love not infatuation.
এটা ক্ষনিকের প্রেম নয় সত্যিকারের ভালোবাসা

Woo – প্রেম করতে চাওয়া ৷
So many boys wooed me but I didn’t accept anyone.
কতো ছেলে আমার সাথে প্রেম করতে চেয়েছে কিন্তু আমি কাউকে পাত্তা দেই নাই৷

Affection – স্নেহ ৷
What you are calling love, I call it affection. তুমি যাকে ভালোবাসা বলছো, আমি তাকে স্নেহ বলি ৷

আমরা জানি boyfriend মানে প্রেমিক কিন্তু প্রেমিকের আরো একটি ইংরেজী আছে ৷
Inamorato – প্রেমিক বা নাগর ৷

I’m your inamorato, beauty.
আমি তোমার নাগর গো সুন্দরী ৷

সাধারনত পালানোর ইংরেজী escape, flee বা run away কিন্তু প্রেমের কারনে পালানোর জন্য আলাদা একটা ইংরেজী শব্দ রয়েছে ৷

Elope – প্রেমের কারনে পালানো ৷
Muskan eloped with her boyfriend.
মুসকান তার প্রেমিকের সাথে পালালো ৷

Writer: Shohel Khan

Post a Comment

0 Comments