Don't Miss

6/recent/ticker-posts

Header Ads Widget

Post your Ad Here. For More detals, Contact at mominurrashid@outlook.com

এ বছর আরাফার দিবসের রোজা কোন দিন?

 বৃহস্পতি নাকি শুক্রবার? উভয় মতের ব্যাপারে জানুন

আরাফার দিবসে রোজা রাখলে আগের ও পরের এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন।

রাসূল (সা) বলেছেনঃ “…আরাফাহ্ দিবসের সওম সম্পর্কে আমি আল্লাহ্‌র কাছে আশাবাদী যে, তাতে পূর্ববর্তী বছর ও পরবর্তী বছরের গুনাহের ক্ষতিপূরণ হয়ে যাবে।…”
(সহীহ মুসলিম ২৬৩৬ http://ihadis.com/books/muslim/hadis/2636 )

প্রশ্ন হচ্ছে আরাফার দিবসের রোজাটি আমরা কবে রাখব? এই দিবসের রোজা নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ বা মতপার্থক্য পাওয়া যায়।

হানাফী মাজহাবের আলেমদের মতে আরাফার দিবস বলতে নির্দিষ্ট করে ৯ জিলহজ্জ তারিখকেই বুঝানো হয়েছে। যে যেই দেশে বসবাস করেন সেই দেশের চাঁদ অনুযায়ী জিলহজ্জ মাসের ৯ তারিখ এ রোজা পালন করতে হবে। সৌদী আরবের সাথে মিলিয়ে ৯ জিলহজ্জ বা হাজীদের আরাফার মাঠে অবস্থানের দিন নয়। সে হিসাবে এ বছরের আরাফার রোজা রাখতে হবে ৩১ জুলাই শুক্রবার। এ মতের পক্ষে আলেমগণের যথেষ্ট যুক্তি ও দলীল রয়েছে।

অপর দিকে হানাফী মাজহাব ব্যতীত অন্য মাজহাবের বা আহলে হাদীস আলেমগণের মতে আরাফার দিবস বলতে ঐ দিনকে বুঝানো হবে যে দিন হাজীগণ আরাফার ময়দানে অবস্থান করবেন। অর্থাৎ সেটি সৌদী আরবের সাথে মিল রেখে ৯ জিলহজ্জ। সে হিসাবে এ বছরের আরাফার রোজা রাখতে হবে ৩০ জুলাই বৃহস্পতিবার। এ মতের পক্ষেও আলেমগণের যুক্তি ও দলীল রয়েছে।

যেহেতু এটি একটি ইখতিলাফী বা মতপার্থক্যপূর্ণ বিষয়, তাই অনেক আলেম বলে থাকেন ৮-৯ জিলহজ্জ উভয় দিনই রোজা রাখতে। কারণ এতে আরাফার দিবসের রোজাটা কোনো ভাবেই মিস হওয়ার আশংকা থাকে না। উভয় দিন রোজা রাখলেও আরাফার দিবসের রোজার নিয়ত থাকবে যে কোনো এক দিনের জন্য। অপর দিন সাধারণ নফল রোজার নিয়ত থাকবে। উল্লেখ্য, জিলহজ্জ মাসের প্রথম ১০ দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আর এ মাসের প্রথম ৯ দিন রোজা রাখতে উৎসাহ দেয়া হয়েছে। তাই আমাদের সাধ্যে যদি কুলায় তাহলে প্রত্যেকেরই যত বেশি পারা যায় রোজা রাখা উচিত।

আল্লাহ আমাদের সকলকে আরাফার রোজা সহ এ মাসের সকল ফজিলত হাসিল করার তাওফিক দান করুন। আমীন।

তথ্যসূত্রঃ
১। শায়খ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ এর ভিডিওতে রয়েছে উভয় মতের আলোচনাঃ https://youtu.be/H_26UdDNMbc
২। মাওলানা মামুনুল হক্ব হাফিজাহুল্লাহ এর মতে বাংলাদেশের ৯ জিলহজ্জঃ https://youtu.be/PH9WJpHqJoc
৩। ড. ইমাম হোসাইন হাফিজাহুল্লাহ এর মতে মক্কার ৯ জিলহজ্জঃ https://youtu.be/aqZVW1WP9BY
৪। আহলে হক্ব মিডিয়ায় বাংলাদেশের ৯ জিলহজ্জের ব্যাপারে দলীল সহ বর্ণনাঃ http://ahlehaqmedia.com/5498/
৫। ড. মনজুরে এলাহী হাফিজাহুল্লাহ এর মতে মক্কার ৯ জিলহজ্জঃ https://youtu.be/El8ZLkU1nQA

Post a Comment

0 Comments